বাংলার গগনে পবনে অভ্রের ঘনঘটা,
ঝাঁকে ঝাঁকে চিল শকুন উড়ে জুড়ে বসে;
কেড়ে নিছে উদর যন্ত্রণা লয়ের মন্ত্রটা,
অঙ্গে জড়ানো বস্ত্র খুলে নিছে কষে।
ভয় কে ক্ষয় করতে বাঙালি রুখে দাঁড়ায়,
বুলেটের আঘাতে শত শত বীর প্রাণ হারায়;
ভাইয়ের লাশ দর্শনে হৃদে জ্বলন্ত আগুন,
শত্রুর সাথে যুদ্ধের খেলা চলবে দ্বিগুণ।
দেশ বাঁচাতে বাঙালি আবাল বৃদ্ধ বনিতা,
বাঁশের লাঠি নিয়ে যুদ্ধে পড়ে ঝাঁপিয়ে;
প্রাণ সম্ভ্রম দিয়ে পাকিস্তানির শির করে নত,
বিজয়ের দিনটি পেতে, হতে হয়েছে ক্ষত।