ফুটবল মানেই শিল্প সংস্কৃতি
যেখানে ব্রাজিলেই সেরা,
হলদে একঝাঁক তরুণ মাঠে
তারকায় দেশটা ঘেরা।
ফুটবল মানেই আনন্দ উৎসব
উন্মাদনা আর কৌতুহল,
তারকার ছোঁয়া পেয়ে ধন্য তারা
সেই ব্রাজিলের ফুটবল।
ফুটবল মানেই বিস্মিত রাশি রাশি
আনন্দপূর্তিতে ভরে যায় মন,
সেই স্বর্গীয় তত্ত্বে ফুটবল রাজত্বে
ব্রাজিলেই করেছে তার পণ।
ছন্দের আনন্দে দর্শক মাতিয়ে
আছে যতো পায়ে জাদু,
ফুটবল রাজত্বে কিংবদন্তী প্লেয়ার
তা ব্রাজিলেই আছে শুধু।
ফুটবল মানেই অর্জন আর কৃতিত্ব
ত্যাগের সাধনায় মহিমা,
সেখানেও ছুয়ে যায় ভরে যায় মন
ব্রাজিলেই একমাত্র উপমা।