হারাম হালাল না বুঝে
জমিয়েছো টাকা পয়সা বাড়ী গাড়ি,
সবই রেখে যেতে হবে
সাড়ে তিন হাত অন্ধকার বাড়ী ।
দুনিয়ার মোহে হুশ নেই
তোমার হুশ হবে কবে,
কবরের কঠিন আযাবে
বেহুশ যখন হবে ।
তাই সময় থাকতে
ভাল হয়ে যাও,
নবীর আদর্শে জীবন গড়ো
আল্লাহর কাছে ক্ষমা চাও ।