চাটমোহরে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন হেলালী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) রাত ৮ ঘটিকায় সোন্দভা এলাকায় চাটমোহর টু জোনাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পারকোল গ্রামে, দুর্ঘটনার আগে হেলালী ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি।
সূত্র জানায়, সোহরাব হোসেন বাড়ি ফিরছিলেন মোটরচালিত (অটো গাড়ী) ভ্যান যোগে। দুর্ঘটনাস্থলে ভ্যানের চালক সড়কের ওপরে খড় থাকায় ভ্যানের নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এতে সড়কের ওপরে ছিটকে পড়েন তিনি। মহুর্তের মধ্যে দ্রুতগামী খড়িবাহী একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে সেখানেই নিহত হন তিনি। সোহরাব হোসেন কৈডাঙ্গা গিয়েছিলেন মেয়ের বাড়িতে বেড়াতে। ট্রলিটি জোনাইলের দিক থেকে চাটমোহরের দিকে আসছিল। লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এলাকার কিছু সচেতন ব্যক্তি বলেন, চাটমোহর টু জোনাইল সড়কটি জনগুরুত্বপূর্ন, এই সড়কে প্রায়ই দেখাযায় কৃষক তাদের বিভিন্ন ফসল তুলে রাস্তার পাশ্বেই রাখেন ও শুকাতে দেন। এ জন্যই দূর্ঘটনার শিকার হতে হয় গাড়ী চালকদের।