মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোহর -৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচন আজ মঙ্গলবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে করোনাকালের এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। মনোনয়ন প্রত্যাহারের সময় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা না দেয়ার কারণে ব্যালটে দলটির প্রার্থীদের প্রতীক থাকছে। আর এদিন বিরোধী দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী হওয়ায় নির্বাচন পেছানোর দাবি করলেও তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম রক্ষার এই নির্বাচনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইসি। সেখানে মোটর সাইকেল ছাড়াও গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ হয়েছে প্রচারণাও।
ভোট গ্রহণের দিন এই আসনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপরাধের বিচার কাজ সম্পন্ন করার জন্য বিচারিক হাকিম নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা যাওয়ায় যশোর-৬ আসনটি শুন্য হয়। এদিকে নির্বাচনে সহিংসতা বা কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এরাতে সক্রিয় থাকবে প্রশাসন, এমনটাই জানিয়েছে জেলা পুলিশ সূত্র।