বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি, শেখ মুজিবর রহমান –
তোমার প্রতি বাঙ্গালী জাতির কত যে শ্রদ্ধা –
কত যে সম্মান।
তোমার কারণে পেয়েছি মোরা মহান স্বাধীনতা,
তাইতো তোমায় ডাকি সবাই –
বাংলার জাতির পিতা।
ইতিহাসের প্রথম পাতায় স্বর্ণাক্ষরে লেখা রবে তোমার নাম –
নিজ স্বার্থ ভুলে,দিয়েছ তুমি বাংলা মায়ের সম্মান।
যখন ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস আসে,
তুমি কি জানো মুজিবর?
বাঙ্গালী জাতি বেদনার কত অশ্রু জলে ভাসে।
তুমিতো জীবিত আজও!
অমর হয়ে সকল বাঙ্গালীর হৃদয় মাঝে,
তুমিতো বীর,তুমিতো মহান, তোমাকে নিয়ে গর্ব করি
আজও এই বিশ্ব সমাজে।