সাগরের নোলা পানি চোখ দিয়ে অশ্রু হয়ে বেয়ে পড়ে।
কার জন্য চোখ বেয়ে পড়ে নোলা পানি
সে তো বোঝে না মনের কথা।
হৃদয় চিরে রক্ত বেয়ে পড়ে তার জন্য
কার জন্য কার জন্য
সে তো জানে না কার জন্য।
হৃদয় নিয়ে খেলা বন্ধ করো
পারবে না এই ঋণ শোধ করতে
তুমি বড় পাষাণী হয়ে গেছো আজ।
পারলে এই হৃদয়ের রক্তক্ষরন বন্ধ করো
সাগরের নোলা পানি শুকিয়ে যেতে পারে শুকাবে না এই চোখের পানি।
তুমি বড়ই নিষ্ঠুর তুমি বড়ই নিষ্ঠুর জানা ছিলো না।