ঠাকুরগাওঁয়ে রুহিয়ায় অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০ টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।সোমবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানাধীন রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরেশ চন্দ্রর রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয়।আগুনের লেলিহান শিখা নিমিষে চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে ১০ টি পরিবারের ২০ টি ঘর পুড়ে যায়।এতে ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে যায়।এছাড়াও
লেকু বর্মনের নগদ ২ লক্ষ টাকা সহ অনুমান ১৫ লক্ষাধিক টাকা খতি সাধিত হয়।
অগ্নিকান্ডে ওই গ্রামের পঞ্চনন,শুধুরাম,অনন্ত,ফেকু,সমারু ,গোপাল,রতন,তপন,পরেশ,আষারু বর্মনের পরিবার এখন খোলা আকাশের নীচে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রুহিয়া থানার ওসি সোহেল রানা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।