সম্প্রতি পাবনা আমিনপুর থানা এলাকায় সক্রিয় হয়ে উঠছে কিশোর গ্যাং বাহিনী। এদের নির্যাতনের শিকার হয়েছেন ব্যবসায়ী, ছাত্রসহ ইউপি সদস্য।
গত ১২ই নভেম্বর সন্ধ্যায় ১৫ বছর বয়সী সিয়াম নামের এক স্কুল ছাত্র আমিনপুর থানাধীন নগরবাড়ীর রাজনারায়ণ গ্রামে জালসা শুনতে গেলে কিশোর গ্যাং বাহিনীর আনুমানিক ২০থেকে ২৫ জন সদস্য তাকে এলোপাথারি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। উক্ত এ ঘটনার পরিপেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
এর দুদিন আগেও একই এলাকায় রাত ৯টার দিকে বকুল নামের এক ব্যাবসায়ী বাড়ী ফেরার পথে কিশোর গ্যাং বাহিনীর আনুমানিক ১০থেকে১২ জন সদস্য বকুলের মোটরসাইকেল থামিয়ে তাকেও বেধরক মারধর করে। এসময় চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে আসলে বকুলের কাছে থাকা ব্যবসায়ীক কাজের ১লক্ষ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে এই মর্মে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
এখনই এ কিশোর গ্যাং প্রতিহত না করা গেলে বড়ো দূর্ঘটনার আশংকা এলাকাবাসীর।
উক্ত ঘটনা গুলির পরিপেক্ষিতে অত্র এলাকার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো খুবই দুঃখজনক। আমিও চাই এলাকার শান্তির লক্ষ্যে কিশোর গ্যাং এর সাথে যারাই জরিত থেকে এই অপরাধগুলো সংঘটিত করছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হোক।