যশোরের অভয়নগর উপজেলার ৮নংসিদ্দিপাশা ইউনিয়নের ধূলগ্ৰামের মৃত নওশের আলীর ছেলে তছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ২টি বোমাসহ আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, ১৩ নভেম্বর দিবাগত রাত আনুমানিক সোয়া ১’টায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসানের নেতৃত্বে আমতলা ক্যাম্প ইনচার্জ এসআই আকরাম হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে তজির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে বোমাসহ আটক করা হয়। তথ্যানুসন্ধানে জানা যায়,আটক আসামির ছেলে নাসিম ওরফে গোফরান ওই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলার বিচারাধীন রয়েছে।গোফরান পলাতক থাকায় তার পিতা তছির উদ্দিন বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানা গেছে। এ ব্যাপারে আমতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আকরাম হোসেন জানান,২টি বোমাসহ তজির উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।