শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ১৮ জন গ্রেফতার

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

যশোরের অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে গত ৮ নভেম্বর রাতে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা হল, মহাকাল গ্রামের সালাম সরদারের ছেলে রাজু সরদার(২৮), রাকিব সরদা(২৩), মিন্টু সরদার (৩৮), দ্বীন মোহাম্মদের ছেলে সালাম সরদার(৫২), মোঃ পিন্টু সরদার(৪৫) মিন্টু সরদারের ছেলে আকাশ সরদার(২২), আমডাঙ্গা গ্রামের মৃত-আঃ ওয়াদুদ এর ছেলে মশিয়ার রহমান, সাইফুল মোড়ল, মৃত-ফজর আলী মোড়লের ছেলে নাসির মোড়ল, উপজেলার বিভাগদী গ্রামের কাওছার শেখের ছেলে সম্রাট শেখ(২৭), গুয়াখোলা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ ইমন সরদার(২২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রাজপাট বর্তমান নওয়াপাড়া স্টেশন এলাকার সেকেন্দার শেখের ছেলে কালাম হোসেন(২৭), বুইকরা(ড্রাইভারপাড়া) গ্রামের বাদশা মিয়ার ছেলে মিকাইল রহমান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি একজন উপজেলার মাগুরা গ্রামের দেলোয়ার হোসেন গাজীর ছেলে মোঃ ইলিয়াস হোসাইন ওরফে সাগর,  উপজেলার বর্ণি গ্রামের মুক্তার মোল্লার ছেলে হাবিব মোল্লা(৩০),  সাব্বির মোল্লা(২২), একই গ্রামের ইকতার মোল্লার ছেলে আল-মামুন মোল্লা(২৫), ও তাহামিন মোল্লা(২৪)। এদের সবাইকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, সন্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন আসামিসহ ১৮জন আসামিকে গ্রেফতার করে, বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এরকম অভিযান সব সময় পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর