মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৬

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিন বেকড়া গ্রামে এ ঘটনায় একই পরিবারে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে সোরহাব মিয়া (৬০), চান মিয়া (৫২), জহিরুল ইসলাম (৪৫), ফরিদ মিয়া (৩০), শাহানাজ বেগম (৫০), নাজমা বেগম (৪০)। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তফিজের পরিবারের সাথে একই গ্রামের রহিম ও রৌফ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধী জমি নিয়ে কয়েক দিন আগে হামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বুধবার সকাল নয়টার দিকে তফিজের পরিবার তাদের বাড়ীর সীমানায় বেড়া দিতে গিয়ে হামলার শিকার হন। রহিম ও রৌফ তাদের দলবল নিয়ে এসে অর্তকৃত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। হামলায় চার ভাই ও ভাবী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারহানা জান্নাত স্নিগ্ধা বলেন, মারামারির ঘটনায় ৬জন আহত অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসা জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ২ জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর