পাবনায় ট্রাকচাপায় রূপপুর প্রকল্পের নির্মাণশ্রমিক নিহত ঈশ্বরদীর নান্টু বিশ্বাস (৩৫) নামে এক নির্মাণশ্রমিক ট্রাকচাপায় নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টা দিকে দাশুড়িয়া-লালন শাহ সংযোগ সড়কের দিয়াড় বাঘইল কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নান্টু বিশ্বাস উপজেলার মানিকনগর গ্রামের মফিজ বিশ্বাসের ছেলে। সে রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুকুল ইসলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নান্টু বিশ্বাস মারা গেছেন। স্থানীয়রা জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যায়।
পাকশী হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, রূপপুর প্রকল্পের শ্রমিক নান্টু বিশ্বাসের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।