রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

ই-পেপার

বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামী ২০ নভেম্বর পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এ উপলক্ষ্যে ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সোমবার (৭ নভেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন কৌতিনহো। দলে সুযোগ পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। এ ছাড়া লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি স্কোয়াডে।

ফিরমিনো-মার্সেলো বাদ পড়লেও বিশ্বকাপ দিয়ে আবার দলে ফিরেছেন দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস। দীর্ঘদিন ধরেই দলের বাইরে ছিলেন এই দুই তারকা। কিন্তু বিশ্ব আসরে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে।

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন নেইমার-ভিনিসিয়ুসরা। পিএসজির হয়ে গেল মৌসুমটা ভালো না কাটলেও চলতি সিজনে সেরা ফর্মে নেইমার। অন্যদিকে রিয়ালের জার্সিতে দাপট দেখাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সা ফরোয়ার্ড রাফিনহাও আছেন সেরা ছন্দে। তাদের নিয়েই কাতারে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য দলটির।

২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। গ্রুপ ‘জি’তে দলটির অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।

২৬ সদস্যের ব্রাজিল দল

গোলরক্ষক : অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।

ডিফেন্ডার : দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেয়াস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমার।

মিডফিল্ডার : কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, এভারটন রিভেইরো।

ফরোয়ার্ড : নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আন্টনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর