শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪:১০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পযর্ন্ত প্রায় ৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান। তবে ডেঙ্গু জ্বরে এখন পযর্ন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নাগরপুর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা  কাজল পৌদ্দার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পযর্ন্ত প্রায় ৩৫ জনকে ডেঙ্গু জ্বরের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪জন পুরুষ ও ২জন শিশু রোগী চিকিৎসাধীন আছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্ণার রাখা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান আরোও জানান,  প্রথমমত ঢাকা থেকে আসা কয়েক জনের মধ্যে ডেঙ্গু জ্বর  দেখা দেয়। পরে স্থানীয়দের মাঝেও ডেঙ্গু জ্বর দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বর নিয়ে ভয়ের কোন কারণ নেই। জ্বর আসলে দ্রুত ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিন। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ডেঙ্গু জ্বরের চিকিৎসা দেয়া সম্ভব। ব্যাথার জন্য ডেঙ্গু রোগীদের শুধু নাপা ছাড়া অন্য সকল প্রকার ব্যাথা নাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com