শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে মালামালসহ চোর আটক করায় প্রতিপক্ষের হামলা

নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল:
আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৪:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে চুরি যাওয়া মালামাল সহ চোরকে হাতনাতে ধরে ফেলায় প্রতিপক্ষের হামলায় ব্যাপক ক্ষতিসাধন করায় নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ থেকে ও সরজমিন এলাকাবাসীর সাথে আলাপ করে জানাযায়, নান্দাইল উপজেলার আচারগাঁও ই্উনিয়নের সিংদই গ্রামের ফারজুল আমিন ফকিরের সিংদই খালপাড় বাজারের ডেকোরেটরের দোকানে চুরি হলে গত ২রা নভেম্বর দিবাগত রাতে ৮ঘটিকার সময় দোকানের চুরি যাওয়া মালামাল সহ সিংদই গ্রামের মাহফুজ মিয়া ও তার সহযোগি শাওন মিয়াকে আটক করে। এরই জের হিসেবে পরদিন ৩নভেম্বর সিংদই গ্রামের সুরুজ মিয়া, শহিদ মিয়া ও আঃ বারিক সহ অজ্ঞাত ৩/৪জন একই গ্রামের রেজাউল করিম ওরফে কাঞ্চন মিয়ার ফরদুলিয়া বিলে থাকা ফিসারীর পাড়ে থাকা ফলজ কলাগাছ, পেপে গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলে এবং ফিসারির পাড়ে থাকা মাছের খাদ্য রাখার টিনসেট ঘর কুপিয়ে বাইরিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এসময় উল্লেখিত হামলাকারীরা ফিসারির থেকে প্রায় ৫৬ হাজার টাকার মাছ ও ১০ বস্তা মাছের খাদ্য মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে রেজাউল করিম ওরফে কাঞ্চন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর