চাটমোহরে হরিপুর ধরইল গ্রামে রেজাউল করিমের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ঘর সহ আসবাবপত্র, ধান, চাউল, ব্যবসার মালামাল আগুনে পড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারনা করা হচ্ছে। রেজাউল বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মুদি ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী তাদের ঘরে আগুন দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে, তার মধ্যে রেজাউরের ঘর ও বিভিন্ন আসবাবপত্র, ধান, চাউল ও এনজিও থেকে ঋণ নেওয়া নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রেজাউলের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আনুমানিক ধারনা করা হচ্ছে।