শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

ই-পেপার

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

তৌফিক এলাহি, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার নওশাদ আলীর ছেলে। সে টিটিসিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা।
তিনি জানান,শুক্রবার রাত ৯টার দিকে রবিউলের উরুতে চাকু মারে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা আরও জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। শীঘ্রই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর