শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে আমদানি নিষিদ্ধ অফিসার চয়েচ হুইস্কি ও ফেয়ারডিলসহ এক নারী আটক

মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ২:২৫ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে (৩রা নভেম্বর) নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার এসআই(নিঃ) মোঃ আঃ লতিফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৬ (ছাব্বিশ) প্যাকেট অফিসার চয়েচ হুইস্কি ও ০৮(আট) বোতল ফেয়ারডিল সহ ১(এক) জন নারীকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত ঐ নারী নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নস্থ জাটিহার গ্রামের মোঃ জাহিদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ মনিরা বেগম (৩৫)। জানা যায় (৩রা নভেম্বর)২২ইং  দুপুর অনুমান ১.০০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন ৫ নং পুটিমারা ইউপির অন্তর্গত জাটিহার গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোছাঃ মনিরা বেগম(৩৫) এর বসত বাড়ী সংলগ্ন নিজ মুদির দোকান ঘরে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৬ (ছাব্বিশ) প্যাকেট অফিসার চয়েচ হুইস্কি ও ০৮(আট) বোতল ফেয়ারডিল সহ মাদক ব্যবসায়ী মোছাঃ মনিরা বেগমকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আঃ লতিফ গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করেন।এই বিষয়ে জানতে চাইলে  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ফেরদৌস ওয়াহিদ জানান,উক্ত ধৃত আসামীদ্বয়কে অদ্য ইং ০৪/১১/২০২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর