শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ই-পেপার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিনের মাংসসহ আটক ১

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গোলাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিনের মাংসসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বনস্টেশনের সদস্যরা শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে আদম আলী নামে এই শিকারী কে আটক করেন, সে গোলাখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।
বনবিভাগ জানায় সুন্দরবন সংলগ্ন গোলখালী গ্রামে কয়েকজন চোরাশিকারী হরিনের মাংস বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫ কেজি হরিনের মাংস, মাথাও চামড়াসহ আদম আলী নামের এক চোরাশিকারীকে হাতে নাতে আটক করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর তিন চোরাশিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পলাতক অপর তিন চোরাশিকারীকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর