বরিশালের আগৈলঝাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদারকে (৫৫)কে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সিদ্দিক জিআর ৯০/১১ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আদালতে রায় ঘোষণার দিন থেকেই অভিযুক্ত সিদ্দিক পলাতক ছিল। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী সিদ্দিককে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।