শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠির নলছিটিতে কৃষকদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ 

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে কৃষকদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও কৃষক দলের সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৯নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করার লক্ষে পৌর নেতৃবৃন্দ কান্ডপাশায় সন্ধায় উপস্থিত হইলে সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। হামলায় ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচ সরদার ও সভাপতি আসলাম খান গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা আনিচের পায়ে রামদা দিয়ে কুপিয়ে এবং রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে এবং আসলাম খানসহ অন্যান্যদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেছে। হামলায় আরও ৮/১০ জন আহত হয়েছে। আহতরা ঝালকাঠি ও বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন ও সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর