যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে জমির সীমানা ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। এছাড়া ওই জমির মালিক সৈয়দ মাসুম বিল্লাহ ও মামলার স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে রবিবার (১৬ অক্টোবর) অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের রাজটেক্সটাইল মিল সংলগ্ন মহাকাল মৌজায় মীরবাড়ী ঘাট এলাকায়।মামলার বাদি সৈয়দ মাসুম বিল্লাহ বলেন, ‘পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সম্পর্কে আমার চাচাতো ভাই হন। পৈত্রিক সূত্রে প্রাপ্ত অভয়নগরের মহাকাল মৌজায় জেএল-১৯, আরএস ৭৬৬ খতিয়ানে ২০৭৩ দাগে ২৬ শতক জমি রয়েছে। আমি স্বপরিবারের যশোর কোতয়ালী থানার চাঁচড়া বাজার এলাকায় বসবাস করার কারণে কাউন্সিলর তানু মীর আমার জমির উপর মালবাহী ট্রাক লোড-আনলোডের কাজ শুরু করেন। বিষযটি জানার পর আমি আমার জমিতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলি এবং বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হলে গত ১২ অক্টোবর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার স্মারক নং-২০৪২।’তিনি আরো বলেন, ‘১২ অক্টোবর আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে তার পরের দিন ১৩ অক্টোবর কাউন্সিলর তানু মীর ও তাঁর সহযোগীরা দেশিয় অস্ত্রসহকারে আমার জমিতে প্রবেশ করেন এবং বাঁশের বেড়া দেওয়া সীমানা ভেঙ্গে ফেলেন। এছাড়া গত ১৫ অক্টোবর ওই জমিতে আসলে আমাকেসহ স্বাক্ষীদের হত্যা করা হবে বলে তিনি হুমকিও দেন। এ ব্যাপারে ১৬ অক্টোবর রবিবার আমি অভয়নগর থানায় কাউন্সিলর তানু মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।’ এ ব্যাপারে পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু ওরফে তানু মীর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আমাকে নিয়ে সৈয়দ মাসুম বিল্লাহসহ অন্যান্য আত্মিয়-স্বজনরা ষড়যন্ত্র শুরু করেছে। আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ বা অন্যের জমি দখলের কোন প্রশ্নই ওঠে না।’ অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘বিজ্ঞ আদালত কর্তৃক ১৪৪ ধারা জারির নির্দেশনা হাতে পেয়েছি। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মর্মে তানভীর হোসেন তানু ওরফে তানু মীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’