শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়া অর্ধডজন মাদক মামলার আসামী জাকির ফকির ইয়াবাসহ সহযোগী নিয়ে গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৭:০০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি, অর্ধডজন মাদক মামলার আসামী জাকির ফকির সহযোগীসহ ইয়াবা নিয়ে গ্রেফতার।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও অর্ধডজন মাদক মামলার আসামী ওই গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে মো. জাকির হোসেন ফকিরকে (৪২) ২৫পিচ ইয়াবাসহ এবং তার সহযোগী মাদক ব্যবসায়ি অশোকসেন গ্রামের মালেক সরদারের ছেলে মাসুম সরদারকে (২৭) ৩২পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ৫৭পিচ ইয়াবাসহ গ্রেফতারকৃতদের শুক্রবার রাতেই থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর