চলনবিলের আলো অনলাইন ডেস্কঃ
ব্যাটসম্যান হিসেবে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শচীন টেন্ডুলকার। সেই সময়ে ভারতীয় ক্রিকেটে শচীন-শেবাগের ওপেনিং জুটি ছিল ভয়ংকরতম। আর বর্তমান সময়ে ভারতীয় দলে ওপেনার হিসেবে অটো চয়েস রোহিত শর্মা। তবে ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের চেয়েও রোহিত শর্মাকে ভালো ওপেনার হিসেবে ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।
পরিসংখ্যানের ভিত্তিতে ৫০ ওভারের ক্রিকেটে শচীনের চেয়ে রোহিতকে এগিয়ে রেখেছেন তিনি। আইসিসির ‘ক্রিকেট ইনসাইড আউট’ অনুষ্ঠানে ডুল বলেছেন, ‘৬০, ৭০, ৮০ রানের পরও স্ট্রাইক রেট বাড়াতে থাকে রোহিত। এমনকি, নব্বইয়ের ঘরে পৌঁছেও সে ধীরগতির ব্যাটিং করে না। সে এমনই বিস্ময়কর এক ক্রিকেটার।’
রোহিত ও শচীনের তুলনা টেনে ডুল বলেন, ‘পরিসংখ্যানের দিকে তাকান। ওয়ানডে ক্রিকেটে রোহিতের গড় ৪৯, স্ট্রাইক রেট ৮৮। শচীনের গড় ৪৪, স্ট্রাইক রেট ৮৬। পজিশনের দিক থেকে রোহিতের পরিসংখ্যান অসাধারণ। শচীনের থেকেও যা ভাল। সেই কারণেই রোহিতই আমার ওপেনারের তালিকায় এক নম্বরে থাকবে।’
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে মোট ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। এই অতিমানবীয় রেকর্ড বিশ্বের আর কোনো ব্যাটসম্যানের নেই। গত বছর বিশ্বকাপ ক্রিকেটে তিনি ৫টি সেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে যা প্রথমবার ঘটেছিল। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে শচীনের মোট রান ১৮ হাজার ৪২৬ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪৯টি। সাইমন ডুল এমন কথা বললেও শচীন-রোহিতের তুলনা একটু বাড়াবাড়িই বটে।