সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জে সরকারি জায়গা দখল নিতে বাড়িঘর ভাংচুর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেওলমুড়া গ্রামের বদিউজ্জামানের তিন ছেলের বিরুদ্ধে এক ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে মারপিট করা হবে বলেও হুমকি দিচ্ছে ওই বদিউজ্জামানের তিন ছেলে জিন্নাহ , মনি ও মুন্না সেখ। এমন অভিযোগ ওই গ্রামের ভুক্তভোগী খবির আলীর পরিবারের।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী খবির আলী অভিযোগ করে বলেন, বুধবার দুপুর ২ টার দিকে সে বাড়িতে না থাকায় স্থানীয় বদিউজ্জামানের তিন ছেলে হঠাৎ করে এসে তার বাড়িঘর ভাংচুর করেছে। তারা ওই জায়গা দখল করতে চায়।

স্থানীয়রা জানান, খবির আলীর নিজস্ব জায়গা না থাকায় ৪০ বছর আগে গ্রামের লোকজন তাকে রাস্তার পাশের সরকারি জায়গায় বাড়ি করে দেয়। এখন হঠাৎ করে তাকে উচ্ছেদ করতে চায় বদিউজ্জামানের ছেলেরা। সে তো তাদের জায়গায় থাকেনা, সে থাকে সরকারি জায়গায়। সরকারের যখন প্রয়োজন হবে তখন অবশ্যই ছেড়ে দিবে।

এদিকে অভিযুক্ত জিন্নাহ সেখ গংদের সাথে কথা হলে তারা ভাংচুরের বিষয়টা স্বীকার করে বলেন, সে সরকারি জায়গায় থাকলেও তাদের নিজস্ব ২৪ শতক জায়গার অংশ থেকে তার বাড়ির বেড়া উঠানোর কথা বলা হয়েছিলো। সে বেড়া না উঠানোর কারনে তারা ভেঙ্গে দিয়েছে।

এ বিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু জানান, তার বিষয়টি জানা নেই, তবে খবির আলী সরকারি জায়গায় থাকেন জানিয়ে বলেন, আমি ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় এসেছি। এলাকায় গিয়ে বিষয়টা দেখবো।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ওই ভুক্তভোগী পরিবার একটি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর