টাঙ্গাইলের বাসাইলে ভাতিজার হাতে চাচাকে খুনের ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার হোসেন (৭০) উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের নাহালী দক্ষিণ পাড়া গ্রামের একটি কোচিং সেন্টারের পিছন থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আরিফ সইব্রহিম
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নাহালী গ্রামের আনোয়ার হোসেনের সাথে তার ভাতিজা আরিফ ও ইব্রাহিমের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে হঠাৎ করে আনোয়ার হোসেন নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন জায়গায় খোঁজতে থাকেন। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রামের একটি কোচিং সেন্টারের পিছনে কলাগাছ ও জঙ্গল বেষ্টিত স্থানে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগম বলেন, আমার ভাতিজারাই আমার স্বামীকে জমি নিয়ে বিরোধে হত্যা করেছে। আমি দোষীদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে সর্বচ্চ শাস্তি ফাসি চাই।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আনোয়ার হোসেনের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে ভাতিজাদের অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।