শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় বিএনপি আ,লীগের সংঘর্ষের মামলায় ৪জন গ্রেফতার

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  বিএনপি -আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের দায়েরকৃত মামলায়  একজন ইউপি সদস্য সহ চারজন গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠায়।

গ্রেফতারকৃতরা হলেন রুহিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন।সদর উপজেলার কুজিশহর গ্রামের হাজি খজমত আলীর ছেলে আবদুল কাদের (৬২) এবং আসাননগর গ্রামের জহির উদ্দীনের ছেলে  মোশারুল ইসলাম (৫১), আজাহারুল ইসলাম (৪১) ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে গত ৩ সেপ্টেম্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ডাকলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।এতে বিএনপির কর্মীদের গুলিতে আহত হয় রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক বাসারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগের কর্মী মাহিন ইসলাম,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু  এবং হোসেন হৃদয় সহ বেশ কয়েকজন।তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায়  গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুর সহ ৩২ জনের নাম উল্লেখ্য করে এবং  অজ্ঞাতনামা  আরো ১০০-১২০ জনকে আসসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে রুহিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ ৪ জনকে আটক করে।বৃহস্পতিবার  তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর