বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

 পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিশিষ্ট পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের গর্ব ও অহংকার। তিনি গত ২২ জুলাই প্রথম বাংলাদেশি হিসেবে বিপদসংকুল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ এর চূড়ায় আরোহণ করেছেন। যার মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আর তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বিশিষ্ট পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’
তিনি বলেন, ‘আমি আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র ওয়াসফিয়া নাজরীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যিনি নিজের জীবনকে তুচ্ছ করে দূর্গম পথ পাড়ি দিয়ে ভূমি থেকে হাজার হাজার ফুট উচ্চতার পর্বত জয় করে বিশ্বদরবারে বাংলাদেশের পতাকাকে করেছেন সমুন্নত। বিশ্বের কাছে বাংলাদেশকে সম্মানিত করেছেন।’
প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।
পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর