শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

মানবাধিকার রক্ষায় জাতীয় কমিশনকে নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে রাষ্ট্রপতি মানবাধিকার বিষয়ে তৃণমূলে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন।
মানবাধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালনে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সন্ধ্যায় কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আবদুল হামিদ জাতীয় মানবাধিকার কমিশনকে ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি মানবাধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। মানবাধিকার রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শদানের পাশাপাশি এগুলোর বাস্তবায়নে মানবাধিকার কমিশনকে কাজ করারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর