বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

সাংবাদিক মিঠুন মোস্তাফিজের বাবার ইন্তেকাল

মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ

বৈশাখী টেলিভিশনের সাবেক কনসালট্যান্ট ও এসাইনমেন্ট এডিটর ড. মিঠুন মোস্তাফিজের বাবা, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক, তাড়াশ উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. মো. আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। চিকিৎসকদের মতে, ফুসফুসে ক্যান্সার এবং পরবর্তীতে মাল্টি অরগ্যান ফেইলরে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পশ্চিম সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা উপজেলায় রাজনৈতিক অঙ্গন ও সুধী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য মেজর জেনারেল ডা ফসিউর রহমান।
শুক্রবার বাদ জুমআ’ তাড়াশের বিনোদপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে বিনোদপুর কবরস্থানে বাবার কবরের পাশে চিরশায়িত হবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর