আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন দেওয়ানগঞ্জ পৌরবাসী। তারা শুধু সেই কাঙ্খিত সময়ের অপেক্ষায় মাত্র।
দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী, সাদেক আক্তার নেয়াজী টফি নির্বাচনে নিজের সম্ভাবনার জানান দিতে গিয়ে উপরের কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, দেওয়ানগঞ্জ পৌরসভার ৭০ভাগ ভোটার বিএনপির। এবারের নির্বাচনে নিরাপদে নির্বিগ্নে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে বহুদলে বিভক্ত আওয়ামী লীগ বা অন্য কারও খাওয়া থাকবে না।
জানা যায় , মেয়র প্রার্থী সাদেক আক্তার নেয়াজী টফি জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয় রাজনীতি ও জনপ্রতিধিত্বে রয়েছে তাদের তিন পুরুষের ইতিহাস।
ভোটারদের মতে, তার মতো প্রার্থী নির্বাচিত হলে সৃষ্টি হবে কর্মসংসস্থান, বাড়বে নাগরিক সুবিধা । দূর হবে দুর্নীতি অনিয়ম। বন্ধ হবে লুটপাট হরিলুট। দেওয়ানগঞ্জ পৌরসভা হবে আধুনিক মডেল পৌরসভা।