রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।
সোমবার (১১ জুলাই) সকালে রাজধানীর আজিমপুর, বাংলামোটর, ওয়ারী ও পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে গরু ও ছাগল কোরবানি দিতে দেখা যায়।
যারা কোরবানি করেননি মূলত দ্বিতীয় দিনে তারাই পশু জবাই করছেন। তবে কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপে ঈদের দিন করতে না পারায় দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।
দ্বিতীয় দিন সকালে যারা পশু কোরবানি দিচ্ছেন তাদের বর্জ্য অপসারণের জন্যও কাজ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে অনেকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন।