মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় মাতামুহুরী নদীতে ৪র্থ সেতু ও ৬২৫ পরিবারে সোলার দিলেনঃ পার্বত্য মন্ত্রী 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৪৯ অপরাহ্ণ

বান্দরবানের লামায় শিলেরতােয়া-  রুপসী পাড়া সড়কে মাতামুহুরী নদীর উপর ৪র্থসেতু ও সোলার লাইট,ঢেউটিন ও কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)এমপি। শনিবার (২ জুলাই) সকাল ১১ টায় রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে  নবনির্মিত সেতুর উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিলেরতোয়া বৌদ্ধ বিহার ও শ্মশানের প্রচীর নির্মাণ কাজও উদ্বোধন করা হয়।
সূত্রে জানায়,লামার শিলেরতোয়া-রুপসী পাড়া সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)লামা অর্থায়নে ২০১৮-১৯ ইং,অর্থ বছরে ১৭০ মিটার চেইনেজ ১৮০ মিটার পিসি সাথে আরসিসি গাডার ব্রীজ ১১ কোটি ৩৬ হাজার ৩৬৪ টাকা ৯৮ পয়সা ব্যায়ে লামাতে মাতামুহুরী নদীর উপর  ৪র্থ নং সেতু উদ্বোধন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বে ছিলেন মেসার্স তমা কনস্ট্রাকশন ও এমএ জাহের জিবি।
আরও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে গজালিয়া ফাদুখালের উপর ব্রীজ ও সংযোগ সড়ক নির্মাণ ৭ (সাত) কোটি টাকা ও বাতেনটিলা মুসলিম পাড়া জামে মসজিদ নির্মাণ কাজের জন্য ৩৫ লক্ষ টাকা ব্যয়ের ভিত্তি প্রস্তর স্থাপন। আরও বাইশ পাড়ি বৌদ্ধ বিহার নির্মাণ ৩০ লক্ষ টাকা,চিন্তাবর পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ ২৫ লক্ষ টাকা, বাইশপাড়ি পাড়া হতে চিন্তাবর পাড়া পর্যন্ত ৬৭ লক্ষ (৬৭,০০০) টাকা ও শিলেরতোয়া মার্মা পাড়া সীমানা প্রাচীর উদ্বোধন ২লক্ষ (২,০০০০) টাকাসহ  মোট ৬টিতে প্রকল্প ব্যয় ১৪ কোটি ৮০ লক্ষ টাকা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ” পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়” শীর্ষক সোলার হোম সিস্টেম ৬২৫ পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। একই সাথে সরকারি ভর্তকি মূল্যে টিসিবি,র পণ্য বিক্রয়ও উদ্বোধন করা হয়।
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ১বান করে ঢেউটিন ও কৃষি অফিসের উদ্যোগে ৭০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। একই দিনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিকাল ১২ টায় গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
 বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পিডি (উপপরিচালক) মোঃ হারুনুর রশিদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যা, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন, লামা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,এলজিইডি প্রকৌশলী মোঃ মাহফুজুল হক, পিআইও মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,চাছিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, ইদ্রিস কোং, মোঃ ওমর ফারুক, নুরুল হোছাইন চৌধুরী।
এছাড়াও অংশ নেন লামা উপজেলা আ,লীগের সহ সভাপতি ক্রমান্বয়ে প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীরসহ রাজনৈতিক,  সুধীজন,সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com