সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের দূর্গম বর্ণি চরে নির্মাণ সামগ্রী পরিবহণকারী নৌকায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক মুন্সী ( ৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী’র ভাই এবং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সীর চাচা। আজ শুক্রবার (১৭ জুন) বেলা ১২ টার দিকে বজ্রপাতে রাজ্জাক মুন্সী নিহত হয় এবং আরো ২ আহত হয়েছে। তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, সয়দাবাদ ইউনিয়নে রেলসেতুর নির্মাণ শ্রমিক নাসির হোসেন নামে (২০) আরও এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে।
#CBALO / আপন ইসলাম