রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

ই-পেপার

১৫তম আইপিএল সেরা যারা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ

আহমেদাবাদে নরেন্দ মোদি স্টেডিয়ামে হয়ে গেল ১৫তম আইপিএল ফাইনাল। অবিষেকেই ঘরের মাটে চ্যাম্পিয়ন হয়ে গুজরাট টাইটানস নাম লেখালো ইতিহাসে। রাজস্থান রয়্যালস আইপিএলের উদ্বোধনী শিরোপাজয়ী। ১৫ বছরের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনাল খেলার সুযোগ পেয়ে দ্বিতীয় ট্রফি জেতার সুযোগ হয়নি গুজরাটের কারণে।

শিরোপা মীমাংসার মাধ্যমে দুই মাস ধরে চলা আইপিএল উম্মাদনার পর্দা নামল। এর মধ্য দিয়ে শুধু নতুন চ্যাম্পিয়ন দলই নয়, আরো কিছু অর্জন আছে ক্রিকেটারদের ব্যক্তিগত ক্যারিয়ারে। এবার কে ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেরা? দেখে নেওয়া যাক তাহলে-

সর্বোচ্চ রান, জস বাটলার (রাজস্থান রয়্যালস): ১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান করেছেন ইংল্যান্ডের জস বাটলার। বাটলারের গড় (৫৭.৫৩) ও স্ট্রাইক রেট (১৪৯.০৫) ছিল প্রায় অবিশ্বাস্য। স্বপ্নের মতো মৌসুমে বাটলারের ব্যাট থেকে এসেছে ৪টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।

সর্বোচ্চ উইকেট, যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস): ১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনিই এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এ মৌসুমে চাহালের ইকোনমি রেট ছিল ৭.৭৫, গড় ১৯.৫১।

সবচেয়ে বেশি ছক্কা: জস বাটলার (৪৫), সবচেয়ে বেশি চারও জস বাটলারের (৮৩)। সবচেয়ে বেশি ফিফটি: ডেভিড ওয়ার্নার (৫)। বেশি সেঞ্চুরি: জস বাটলার (৪)। দ্রুততম ফিফটি: প্যাট কামিন্স (১৪ বল), দ্রুততম সেঞ্চুরি: রজত পাতিদার (৪৯ বল)।

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০ রান)। সর্বোচ্চ স্ট্রাইক রেট: প্যাট কামিন্স (২৬২.৫০)। সেরা গড়: ডেভিড মিলার (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর