মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ই-পেপার

ছাত্রদলের সশস্ত্র হামলার প্রতিবাদে তাড়াশ ছাত্রলীগের প্রতিবাদ সভা

ষ্টাফ রিপোর্টার
আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ

দেশব্যাপী ছাত্রদলের সশস্ত্র হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।  আজ রবিবার ২৯ মে সকালে উপজেলা শহরে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।  তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্চিত কর্মকার,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির,  সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ উপজেলা,  কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায়  তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াচ্ছেন। পদ্মাসেতু সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।  ঠিক সেই মুহূর্তে বিএনপির ছাত্রদলের গুন্ডারা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী কায়দায় হামলা করছে।  এদের এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে হবে।  তিনি আরও বলেন, এই সন্ত্রাসী সংগঠনের স্থান বাংলার মাটিতে হবে না।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন।  এই সংগঠন দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্রদলের এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ।  শক্তহাতে তাদের প্রতিহত করতে হবে।
সকাল ১০ টায় তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে প্রতিবাদ সমাবেশ শুরু করে ছাত্রলীগ। এরপর সমাবেশ টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর