অস্থির যাচ্ছে ভোজ্যতেল সয়াবিনের বাজার। নতুন দামে কোথায়ও মিলছে না সয়াবিন তেল। সরবরাহ সংকট প্রায় প্রতিটি বাজারে। এ পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে।
রমজানের শুরু থেকেই তেল নিয়ে তেলেসমতি চলে আসছে। শেষ দিকে এসে বাজার থেকে এক প্রকার গায়েব হয়ে যায় রান্নার অন্যতম এই উপকরণ। বিশ্ববাজারের দোহাইয়ে সরবরাহ সংকটে যখন পুরো দেশ তখন ঈদের ছুটির থেকে ফেরার আগই খড়গ নামলো ক্রেতাদের ঘাড়ে। তবে ঈদের আগে বাজার থেকে ঔধাও সয়াবিন যে এখনও দুস্পাপ্য বস্তু।
ব্যবসায়ীরা জানান, এখনও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাজারে আসেনি তেল। ফলে ঈদের আগে থেকে চলা সংকট থাকবে আরও কয়েকদিন। এছাড়া বৃহস্পতি, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মিলগুলোতে ডিও অর্ডার দেয়া সম্ভব হয়নি। তাই রবিবার থেকে বাজারে নতুন দামে বোতলজাত তেল মিলতে পারে।
এদিকে, দেশের বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৫ মে) দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।
এদিন বিকেলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোতলজাত পরিশোধিত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে প্রতি লিটারে বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়। এছাড়া, খোলা প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। আর বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮৫ টাকা।
#CBALO/আপন ইসলাম