সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

বাংলাদেশে হচ্ছে না অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

চলনবিলের আলো খেলা ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ

২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। তবে করোনার কারণে টুর্নামেন্টটি এক বছরের জন্য স্থগিত হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরেও মাঠে গড়ায়নি। চলতি বছর প্রমীলা ক্রিকেটের বয়সভিত্তিক বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও শেষপর্যন্ত এটি আর বাংলাদেশের হাতে নেই, নতুন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।

নিজামউদ্দিন আরও বলেন, পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। তখন আমাদের যে এফটিপি কমিটমেন্ট আছে, এটার কারণে আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর