আমাদের প্রতিদিনের ইফতারে ছোলার সঙ্গে নানা রকম চপ থাকেই। পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ছাড়া তো ইফতার ভাবাই যায় না। তবে ইফতারে ভিন্নতা আনতে নতুন কিছু তৈরি করতে পারেন। ভাবছেন কী করা যায়? অল্প সময়ে সহজে বানিয়ে ফেলুন পুষ্টিকর মিষ্টিকুমড়ার চপ। খেতে সুস্বাদু হওয়ায় বাচ্চারাও এই চপ খেতে বেশ পছন্দ করবে। চলুন, তাহলে রেসিপিটি দেখে নিই।
মিষ্টিকুমড়ার চপ বানাতে যা যা লাগবে :
মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)
বেসন—হাফ কাপ
চালের গুঁড়া—দুই টেবিল চামচ
বেকিং সোডা—সামান্য
লবণ—পরিমাণমতো
চিনি—সামান্য
হলুদ গুঁড়া—হাফ চা চামচ
মরিচ গুঁড়া—হাফ চা চামচ
গোলমরিচের গুঁড়া—এক চা চামচ
যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :
১. মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।
২. অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।
৩. এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ।
#চলনবিলের আলো / আপন