পাবনার ভাঙ্গুড়ায় রবিবার (৬ মার্চ ) ২৯ তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু। সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ৮ দিন ব্যাপী এ বই মেলা উপলক্ষ্যে উপজেলার পৌর সভার প্রাণ কেন্দ্রোসরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ বাদশা এর সভাপতিত্বে বিকেল ৫ টায় বই মেলার শুভ উদ্বোধন করবেন ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম,পি।
পরিষদের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান এবারের বই মেলায় ৩২টি বই স্টরসহ মোট ৫৮টি স্টল রয়েছে। ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত এ বই মেলো চলবে। ভাঙ্গুড়া পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ভাঙ্গুড়া বই মেলা শুধু ভাঙ্গুড়া বাসীর নয়, এটি চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলা। ছবি:- ক্যাপশন:- ভাঙ্গুড়া(পাবনা) : ভাঙ্গুড়ায় ২৯ তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব।