মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে মানব সেবা অভিযানে গাছ বিতরণ ও অনুদান প্রদান রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়িতে হামলা: ভাঙচুর তালাবদ্ধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্হা, হুশিয়ারি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত অভয়নগরে ভয়াবহ মাদকের ছড়াছড়ি, বাড়ছে চুরি ছিনতাইসহ নানামুখী অপরাধ

চাটমোহরে সেতু আছে, নেই সংযোগ সড়ক, দুই যুগ ধরে কাজে আসছে না জনসাধারণের

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৬ অপরাহ্ণ

চাটমোহর উপজেলার নিমাইচড়ায় সমাজ গ্রামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭০ ফুর্ট একটি সেতু দীর্ঘ প্রায় দুই যুগ ধরে জনসাধারণের কোন কাজে আসছে না। সেতুটি সংস্কার না করায় পাঁচ গ্রামের মানুষ যাতায়াত সহ কৃষি কাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সরজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সমাজ মিয়াপাড়া-বলচপুর সংলগ্ন করতোয়া শাখা (সমাজ ঝিটকি কাটা) নদীর ওপর ২০০১ সালে সেতুটি নির্মিত হয়। নির্মাণের বছর থেকেই সেতুর দুই পাশের মাটি বন্যায় ভেঙে গেলেও এ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
এতে সমাজ বলচপুর, মিয়াপাড়া, গদাইরূপসি, বানিয়াবহু, সাতবাড়িয়া, ময়দানদিঘীর কয়েক গ্রামের মানুষকে অন্য রাস্তা ঘুরে আসা যাওয়া করতে হচ্ছে। ফলে স্থানীয়দের উক্ত গ্রামে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে। ব্রীজ সংলগ্ন বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, আমার জানামতে ২০০১ সালে সেতুটি নির্মান করা হয়েছে। কিন্তু নির্মানের দীর্ঘ বছরেও সেতুটি কোন কাজে আসছে না এলাকাবাসির। তিনি আরো বলে, সেতুর দু পাশে গোড়ায় মাটি ভরাট সহ রাস্তাটি উচ্চ করে তৈরি করতে হবে। রাস্তা ও ব্রীজ সমস্যায় মাঠের ফসল আনাসহ এলাকাবাসির অনেক উপকার হতো।
সমাজ গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, প্রায় ২১ বছর আগে তৈরি করা হয়েছিল ৭০ ফুট দীর্ঘ একটি কংক্রিটের সেতু। তবে এটি কখনোই ব্যবহার করা হয়নি। কারণ এই সেতুর দু’পাশে নেই সংযোগ সড়ক। তাই সেতুটি অনেকটা দ্বীপের মতোই একাকী দাঁড়িয়ে আছে।
চাটমোহর নিমাইচড়া চেয়ারম্যান মোছাঃ নুরজাহান বেগম মুক্তি জানান, আমি নবনির্বাচীত চেয়ারম্যান সেতু নির্মান বিষয়ে আমার ভালো জানা নেই, গ্রামের ওই রাস্তাটি অনেক প্রয়োজন ও জনগুরুত্বপূর্ন, রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার। খোঁজ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করবো।
উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, আমি কয়েক মাস হচ্ছে উপজেলায় যোগদান করেছি। আমার জানামতে সেতুটি এলজিইডি করেনি। এলজিইডি নির্মিত সেতুর কোনও সমস্যা হলে দ্রুত সংস্কার করা হয়। সম্ভবত এই সেতু একটি প্রকল্পের আওতায় করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কারের চেষ্টা করবো আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর