উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা।
থমাস তুখোলের শিষ্যরা ম্যাচের ৩১ মিনিটে গোলের দেখা পায়। এ সময় স্ট্রাইকার রোমেলু লুকাকু ছয় গজ দূর থেকে শট নিয়ে বল জালে পাঠান। বাকি সময় সৌদি আরবের দলটির বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেও আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
আগামী শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি কোপা লিবার্তোদোরেস জয়ী পালমেইরাসের মুখোমুখি হবে।
#চলনবিলের আলো / আপন