মুখ থেকে বাজে গন্ধ বের হলে এটা কারোরই ভালো লাগে না। দিনে একাধিকবার বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেও মুখের দুর্গন্ধ দূর করতে পারছেন না? তাহলে ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দুর্গন্ধ।
১। লবঙ্গ
প্রতিটি রান্নাঘরেই লবঙ্গ থাকে। ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে লবঙ্গের। এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং মাড়ি ফুলে যাওয়ার সমস্যাও কমায়। তাৎক্ষণিকভাবে মুখের দুর্গন্ধ কমাতে দু’- তিনটি লবঙ্গ চিবিয়ে নেওয়াই যথেষ্ট।
২। দারচিনি
দারচিনিরও রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধ করার ক্ষমতা। নিয়মিত দারচিনি খেলে মুখে কোন জীবাণু জমতে পারে না। এটি মুখের দুর্গন্ধ দূর করে।
৩। মধু ও পানি
মধুতেও থাকে জীবাণুনাশক গুণ। আবার প্রদাহ কমাতেও কাজে আসে মধু। চাইলে মধুর সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে দারচিনি গুঁড়ো। আবার মধু খেতে না চাইলে উষ্ণ গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গার্গেল করলেও মিলতে পারে সুফল।
#চলনবিলের আলো / আপন