শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

ই-পেপার

সঙ্গীর সঙ্গে ঝগড়া করলে সম্পর্ক মজবুত হয়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৪ অপরাহ্ণ

সঙ্গীর সঙ্গে একসঙ্গে কাটানো আনন্দের সম্পর্কের মাঝেও কখনও কখনও মনোমালিন্য এমনকী ঝগড়াও হতে পারে। ছোট ঝগড়া থেকে বড় ভাঙনের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে পছন্দের পার্থক্য হলেও তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার পাশাপাশি দায়িত্ব পালন করাও জরুরি।

সম্পর্ক ভালো রাখতে সঙ্গীর প্রশংসা করুন, জীবনের সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে উদ্‌যাপন করুন।

ঝগড়াঝাঁটিতে কখনই ভয় পাবেন না। কোনও কিছু নিষ্পত্তির জন্য কিন্তু সংঘাত ভীষণ জরুরি। অনেক সময়ই দম্পতির মধ্যেকার ভিন্নতা সম্পর্ককে আরও মজবুত করে।

গবেষণায় দেখা যায়, যে সকল দম্পত্তি ঝগড়া করেন তাদের মধ্যকার সম্পর্ক বেশ মজবুত।

মনের কথা চেপে রাখবেন না। জীবনের যে কোনও সমস্যা নিয়ে একে অপরের সঙ্গে কথা বলুন। চুপ করে থাকাটা কোনও সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।

সঙ্গীর যা পছন্দ তা আপনার পছন্দের না-ও হতে পারে। নিজের পছন্দের বিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন। দিনের শেষে একসঙ্গে খানিকক্ষণ দু’জনে মিলে হেঁটে আসুন। নিজেকে উন্মুক্ত করুন।

সঙ্গীর ভুল সুধরে দিন। তা নিয়ে তাকে আঘাত করবেন না। সঙ্গী যদি আপনার ওপর রেগে থাকেন, তবে তার কারণ বোঝার চেষ্টা করুন। সব সময় নিজেকে সঠিক প্রমাণ করতেই হবে এমনটা নয়।

অন্যের কাছে সঙ্গীর সমালোচনা করবেন না। অন্য কারও সঙ্গে সঙ্গীর তুলনা করে নিজেদের সম্পর্কে তিক্ততা আনবেন না।

সঙ্গীর উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক নয়। সঙ্গী সব সময় আপনাকে সঙ্গ দেবে এমন নয়। তার সব ব্যাপারে নাক না গলানোই ভালো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com