সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ তরুণ পাকিস্তানি পেসার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩০ অপরাহ্ণ

বোলিং অ্যাকশন বায়োমেকানিক্যাল পরীক্ষায় অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য জানিয়েছে।

গত মাসে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলার হিসেবে চিহ্নিত হন ২১ বছর বয়সি হাসনাইন। পিসিবি বলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রিপোর্টটি যাচাই করে দেখেছেন।

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাইনের বোলিং পর্যালোচনায় দেখা যায় ‘ভালো লেংথের ডেলিভারি পূর্ণ দৈর্ঘ্যের ডেলিভারি, ধীর গতির বাউন্সার এবং বাউন্সারের সময় তার কুনুইর সম্প্রসারণ ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়।’

সিডনি সিক্সার্স আধিনায়ক মইসেস হেনরিকস গত মাসে বিগ ব্যাশের একটি ম্যাচে হাসনাইনকে ‘চাকিং’ করার জন্য অভিযুক্ত করেছিলেন। আম্পায়াররা তার অ্যাশকশন নিয়ে অভিযোগ দিলে পরে লাহোরে তা পর্যালোচনা করা হয়।

পিসিবি জানায়, হাসনাইনের বোলিং সংশোধনে সহায়তার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।

আরও জানায়, চলমান পাকিস্তান সুপার লিগে তিনি খেলতে পারবেন না। এর পরিবর্তে নিজেকে সংশোধনের কাজ করবেন তিনি।

পাকিস্তানের প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার হাসনাইন এ পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং আটটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর