শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে আজ ৫ টি ইউনিয়ন নির্বাচন ৪৪ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম মেশিন ও অন্যান্য উপকরণ আজ রোববার প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে পৌছানো হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে ৫ ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান, ১৬৫ জন সাধারণ সদস্য ও ৫১ জন সংরক্ষিত সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ৫০ ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার পুরুষ ভোটার ৫৮ হাজার ৮৯২ জন ও মহিলা ৫৮ হাজার ১৮১ জন।
মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৩ জন। মোট ৩২৯ টি বুথ। ৫ টি ইউনিয়ন নির্বাচন ৪৪ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ
নির্বাচনের প্রচার প্রচারণা করতে গিয়ে বিভিন্ন এলাকাতে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন প্রতিপক্ষের প্রার্থীরা। প্রচার-প্রচারণা করতে এক প্রার্থী আরেক প্রার্থীদের বাধা প্রদান করেছে। এ বিষয়ে থানায় ও নির্বাচন কমিশনের প্রায় ৫ অধিক অভিযোগ দিয়েছেন বিভিন্ন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫ অধিক প্রার্থীকে জরিমানা করা হয়।
নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মৌৌঔ কোনোকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মতিউর রহমান জানান, শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

নির্বাচন বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ইউনিয়নের একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং চারটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একজন করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছানো সম্পূর্ণ হয়েছে, একই সঙ্গে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর