টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে আবারও মুখোমুখি মিনিস্টার ঢাকা এবং সিলেট সানরাইজার্স।
শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতেই তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে।
মিনিস্টার ঢাকা একাদশ :
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।
সিলেট সানরাইজার্স একাদশ :
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম এবং রবি বোপারা।
#চলনবিলের আলো / আপন