আগামী ২৬ডিসেম্বর দেবোত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার লোকজন স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে আবারও মারধর শিশুসহ আহত ৮জন।
আহতদের মধ্যে ৩জনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-জাহেদ আলী, ছকির হোসেন, শফি উদ্দিন, জান্নাত খাতুন, লতিফা খাতুন, রিমা খাতুন, রমেছা খাতুন ও শিশু জিসান। ঘটনাটি ঘটেছে গত ২৪ ডিসেম্বর দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে জানা গেছে, ঘটনার দিন দিবাগত রাতে নৌকার প্রার্থীর সর্মথক মোক্তার হোসেন ঠান্টু, সুমন, মধু গং ১৫-২০টি মোটরসাইকেল যোগে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক মতিগাছা গ্রামের জাহেদ আলী, সকির হোসেন শফি উদ্দিনের এর বাড়ীতে অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা করেন। এসময় জাহেদ আলাী, ছকির হোসেন, শফি উদ্দিন গুরুতর আহত হন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন