নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক র্যালী বের করা হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ব্র্যাক মানবধিকার আইন সহায়তা মাঠ সংগঠক শ্যামলী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মাকসুদা পারভিন পপি, সাথী ও শেফালীকে এবারের জয়ীতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।